ছবি,গ্রেপ্তার মানিক মিয়া,খুনি
খবরের সময় ডেস্ক:
বৃহস্পতিবার ০৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় র্যাব-১,পোড়াবাড়ী ক্যাম্প,গাজীপুর এর আভিযানিক দল বিশ্বস্ত’সোর্স এবং গোপন সূত্রের মাধ্যমে একাধিক চাঞ্চল্যকর নৃশংস হত্যা কান্ডের সাথে জড়িত পলাতক আসামী ১। মোঃ মানিক মিয়া(৪৪),পিতা-মোঃ হাফিজ উদ্দিন,সাং-আমোদপুর,থানা-নান্দাইল,জেলা-ময়মনসিংহ এর অবস্থান নির্ণয় করতঃ অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এর নেতৃত্বে জিএমপি‘রগাছা থানাধীন মালেকেরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করিয়া অফিসার/ফোর্স এর সহায়তায় একাধিক মামলার দুর্ধর্ষ হত্যাকারী মোঃ মানিক মিয়া(৪৪)‘কে গ্রেফতার করে ।
গত ২৭ জুলাই ২০১৪ তারিখ ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন আমোদপুর এলাকার’ সালাম ডাক্তারের বাড়ীর পশ্চিম পার্শ্বে আসামী মোঃ মানিক মিয়া(৩৭) এর সাথে একই গ্রামের মোঃ শফিকুল ইসলামের কাছে টাকা পয়সার লেনদেন নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে শফিকুল ইসলাম‘কে গলাচেপে ধান ক্ষেতে কাঁদা মাটির মধ্যে ডুবিয়ে দিয়ে নৃশংসভাবে হত্যা করে। উক্ত নৃশংস ঘটনায় ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একটি হত্যা মামলা রুজু হয়। যাহার মামলা নং-২৪, তারিখ ২৭/০৭/২০১৪খ্রিঃ। পরবর্তীতে গত ১৯/০৫/২০১৯খ্রিঃ তারিখ গাজীপুর সদর থানাধীন পশ্চিম ধীরাশ্রম এলাকায় জনৈক খোরশেদের দোকানের সামনে মোঃ সাজু আহাম্মদ(২৩),পিতা-আব্দুস সোবহান সাং-পশ্চিম ধীরাশ্রম,৩১নং ওয়ার্ড থানা-সদর,জিএমপি গাজীপুর এর সহিত আসামী মানিক মিয়া‘র অটোরিক্সার সিরিয়াল নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার সূত্র ধরে গত ২০/০৫/২০১৯খ্রিঃ তারিখ সকাল ০৬.০০ ঘটিকা হইতে ২১/০৫/২০১৯খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকার কোন এক সময় আসামী মানিক মিয়া সাজু আহম্মদ এর অটোরিক্সার যাত্রী সেজে পুবাইল থানাধীন ডেমোরপাড়া এলাকায় মৃত হাজী কালা মিয়া গংদের বিলের নিচু জমিতে সাজু‘কে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। উক্ত ঘটনায় পুবাইল থানায় একটি হত্যা মামলা রুজু হয়। যাহার মামলা নং-২১,তারিখ ২৪/০৫/২০১৯খ্র্র্র্র্র্র্র্র্র্রিঃ উক্ত নৃশংস হত্যাকান্ডটি এলাকায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি করে। আসামী মানিক মিয়া উক্ত মামলার একমাত্র এজাহারনামীয় আসামী ছিল বিধায় ঘটনার পর হইতে আসামী মানিক মিয়া(৪২)কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কনকাপোত এলাকায় দিন মজুরী কাজ করে আত্ম গোপনে থাকে। থানা পুলিশ উক্ত আসামী‘কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১ এর সহযোগিতা চাইলে, র্যাব-১,স্পেশালাইজ্ড কোম্পানী,পোড়াবাড়ী ক্যাম্প,গাজীপুর উল্লেখিত হত্যা মামলার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারীতে তৎপর থাকে।
গ্রেপ্তারকৃত আসামী‘কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,১ম ভিকটিম শফিকুল ইসলাম ও ধৃত আসামী মানিক মিয়া একই গ্রামের পাড়া প্রতিবেশী ছিল। তারা উভয়ে সিঁধেল চুরি,ডাকাতি ও গরু চুরির সঙ্গে জড়িত ছিল। এই সংক্রান্তে টাকা পয়সার ভাগভাটোয়ারা নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে গত ২৭ জুলাই ২০১৪ তারিখ ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন আমোদপুর এলাকার’সালাম ডাক্তারের বাড়ীর পশ্চিম পার্শ্বে আসামী মোঃ মানিক মিয়া(৪৪),ভিকটিম মোঃ শফিকুল ইসলাম‘কে ডেকে নিয়ে গলাচেপে ধানক্ষেতে কাঁদা মাটির মধ্যে ডুবিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে গাজীপুরের ঝাজর এলাকায় ২য় স্ত্রী‘র সাথে বাসা ভাড়া নিয়ে নিজের বেশভুষা পরিবর্তন করে বসবাস করতঃ অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতে থাকে। পরবর্তীতে গত ১৯/০৫/২০১৯খ্রিঃ তারিখ জিএমপি,গাজীপুর সদর থানাধীন পশ্চিম ধীরাশ্রম রেল-গেইট অটো স্ট্যান্ড-এ ২য় ভিকটিম সাজু আহম্মেদ(২৩) অটোতে যাত্রী নেওয়ার জন্য দাড়িয়ে ছিল। তখন হত্যাকরী মানিক মিয়া অটো রিক্সার সিরিয়াল নিয়ে সাজু আহম্মেদ এর সহিত ঝগড়া বাধায় এবং কিল ঘুষি ও চড় থাপ্পর মারে ভিকটিম সাজু আহম্মদ‘কে আহত করে। যাহা নিয়ে এলাকায় শালিস দরবারে আসামী মানিক মিয়া‘কে দোষী স্বাবস্থ্য করে। উক্ত ঘটনায় আসামী মানিক মিয়ার ক্ষোভ থেকে যায়। উক্ত ক্ষোভের থেকেই মানিক মিয়া ২য় ভিকটিম সাজু আহম্মদকে হত্যা করার পরিকল্পনা করে। যার প্রেক্ষিতেই হত্যাকারী মানিক মিয়া ১০,০০০/-(দশ হাজার) টাকা দিয়ে ২য় ভিকটিম সাজু আহম্মদকে পূর্ব পরিকল্পিত নির্দিষ্ট স্থানে নিয়ে আসতে অপর আসামী হাফিজুল‘কে ভাড়া করে। হাফিজুল পরিকল্পনা অনুযায়ী ইং ২০/০৫/২০১৯খ্রিঃ তারিখ সকাল ০৭.০০ ঘটিকার সময় বনমালা যাওয়ার কথা বলে সাজু আহম্মদের অটো রিক্সার রির্জাভ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। ঘুরার এক পর্যায়ে দুপুর অনুমান ২.৩০ ঘটিকার সময় পুবাইল থানাধীন ডেমোরপাড়া গ্রামে মৃত হাজী কালা মিয়া গংদের বিলের নিচু জমিতে নিয়ে জুসের সাথে ঘুমের ঔষুধ খাওয়ায়ে অজ্ঞান করিয়ে,পরিকল্পনা অনুযায়ী পূর্বেই স্থনে অপেক্ষায় থাকা মানিকের কাছে অচেতন অবস্থায় সাজু‘কে সোপর্দ করে। পরবর্তীতে ক্ষোভের বর্শবর্তী হয়ে আসামী মানিক মিয়া ২য় ভিকটিম সাজু আহম্মদকে লোহার রড দিয়ে মাথায় উপর্যপুরি আঘাত করে নৃশংসভাবে হত্যা করে লাশ ফেলে চলে যায়। উক্ত ঘটনার পর আসামী হাফিজুল গ্রেফতার হইলেও উক্ত ঘটনার প্রধান আসামী এবং পরিকল্পনাকারী মানিক মিয়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কনকাপোত এলাকায় আত্মগোপন করে থাকে। অদ্য ০৯/০৯/২০২১খ্রিঃ তারিখ জিএমপি, গাজীপুর এর গাছা থানাধীন মালেকেরবাড়ী এলাকায় অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী দুর্ধর্র্ষ চুরি,ডাকাতি এবং পেশাদার হত্যাকারী হিসাবে এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে। থানায় তার নামে একাধিক অভিযোগ রয়েছে।
যথাযথ স্কটের মাধ্যমে ময়মনসিংহ জেলার নান্দাইল থানা পুলিশের নিকট একাধিক হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে হস্তান্তর করা হয়।